দিনের শুরুতেই সৌম্যের বিদায়
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2017/03/soumo20170309105921.jpg)
তৃতীয় দিনের শুরুটা ভালো হল না বাংলাদেশের। দিনের তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে গেছেন আগের দিন দুইবার জীবন পেয়েও ইনিংসটা বড় করতে পারলেন না সৌম্য সরকার। আগের দিন অর্ধশতের দেখা পাওয়া সৌম্য আজ আর ৫ রান যোগ করেই লাকমালের বলে লাহিরু কুমারার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন।
মন্তব্য চালু নেই