দিনাজপুর সীমান্তে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জুতা আটক

শাহ্ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকেঃ দিনাজপুরের বিরামপুর সীমান্তের ঘাসুড়িয়া ও কাটলা সীমান্তে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জুতা আটক করেন বিজিবি।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কোরবান আলী জানান,বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদর দপ্তর থেকে নায়েক সুবেদার নুরুল আমিন এর নেতৃত্বে হাবিলদার ফিরোজ, ল্যান্স নায়ক সামিউল, ল্যান্স নায়ক সোয়েব ও সঙ্গীয় বিজিবি সদস্য নিয়েওই এলাকায় অভিযান চালায়। একটি ট্রাক বিরামপুর হয়ে ঢাকা অভিমুখে যেতে থাকলে ট্রাকটিকে ধাওয়া করে আটক করেন।

আটককৃত ট্রাকটি রাতেই ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে এনে মালগুলি খালাস করে নেন। আটককৃত ১৪৯ বস্তা মালামালের মধ্যে প্রত্যেক বস্তায় ভারতীয় জুতা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।



মন্তব্য চালু নেই