দিনাজপুর শহরে কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার
শাহ্ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকেঃ দিনাজপুর শহরের রামনগর মহল্লার মানিকপীর স্কুলের কাছে এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম লাবু (১৭) । লাবু পেশায় ইজিবাইকচালক ও জেলা শহরের গোলাপবাগ এলাকাবার বাসিন্দা। পুলিশের ধারণা, শহরের রামনগর মহল্লার সঙ্গে বাঙ্গীবেচাঘাট অভ্যন্তরীণ পাকা রাস্তার ধারে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রবিবার সকালে রাস্তার ধারে বস্তাবন্দি অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করে তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
নিহতের পরিচয় নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রেদয়ানুর রহিম। তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
মন্তব্য চালু নেই