দিনাজপুর জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল
দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন বলেছেন, ব্যবসায়ীদের ব্যবসার পাশাপাশি মানবতার কল্যাণে কাজ করা দরকার। এ ব্যাপারে প্রশাসন আপনাদের পাশে থাকবে।
বৃহস্পতিবার দিনাজপুর জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইফতারের পূর্বে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর জেলা দোকান মালিক ব্যবসায় সমিতির সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিসর সভাপতি মোছাদ্দেক হুসেন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ও জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ শামীম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহির শাহ্। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার উপ-কমিটির আহবায়ক জিয়াউল হক টিপু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শাহ আলম শাহী। ইফতার মাহফিলে দেশ-জাতীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি মোঃ আনিসুর রহমান।
মন্তব্য চালু নেই