দিনাজপুরে ১৪ জোড়া যুবক-যুবতীসহ বিনোদনকেন্দ্রের ৩ পরিচালক আটক
দিনাজপুরে পুর্নভবা নদীর তীরে বিনোদন কেন্দ্রের নামে অনৈতিক কর্মকান্ড পরিচালনার অভিযোগ ৩ পরিচালকসহ ১৪ জোড়া যুবক-যুবতিকে আটক করা হয়েছে। নদীর ওপারে সদ্য গড়ে উঠা প্রমোদতরী ও বাগান বিলাস নামে দু’টি বিনোদন কেন্দ্রে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের আটক করে।
গত রোববার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জোবায়ের রহমান ও সদর উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা গোলাম রব্বানীর নেতৃত্বে শহরের পার্শ্ববর্তী ফুলতলা এলাকায় সদ্য গড়ে উঠা প্রমোদতরী ও বাগান বিলাস নামে দু’টি বিনোদনকেন্দ্রে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এ সময় অবৈধ বিনোদনকেন্দ্র পরিচালনার দায়ে এ সময় দু’টি বিনোদনকেন্দ্রের ৩ পরিচালকসহ ১৪ জোড়া যুবক-যুবতিকে আটক করে। আটক বিনোদনকেন্দ্রে ৩ পরিচালক হলেন- মালিক ফুলতলা এলাকার আজিজার রহমানের ছেলে ফয়সল আজিজ চঞ্চল (৩২), তার ভাই ইবনে এমরান আলী চন্দন (২৯) ও একই এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে রায়হান হিপ্পু (২৯)।
সদর উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা গোলাম রব্বানী জানান, অনৈতিক কার্যকলাপের অভিযোগে যুবক-যুবতীদের আটক করা হয়েছে। তাদের নিজ নিজ অভিভাবকের মুছলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জোবায়ের রহমান জানান, এ দু’টি বিনোদনকেন্দ্রের কোন অনুমোদন নেই। নদীর ওপারে হওয়ায় গহীন জঙ্গলে বিনোদনকেন্দ্রে কোন নিরাপত্তার ব্যবস্থা নেই। বড় ধরনের দুঘঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। এখানে মাদকসহ আসামজিক কার্যকলাপ সংগঠিত হয়। প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
মন্তব্য চালু নেই