দিনাজপুরে ১০ দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলা
“দিন বদলের বাংলাদেশ-ফল বৃক্ষে ভরবো দেশ” এই শ্লেগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে গোর-এ-শহীদ বড় ময়দানে ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আউয়াল সরকার। উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরণ করা হয়।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বৃক্ষ মেলার স্টোলসমূহ পরিদর্শন করেন।
মেলায় আধুনিক কৃষি প্রযৃক্তি যন্ত্র,বীজ,ফল-মুল,বৃক্ষ ও নার্সারী মালিকদের ৫০টি স্টল বসেছে। এই ফলদ ও বনজ বৃক্ষ মেলা চলবে ১০দিনব্যাপী।
মন্তব্য চালু নেই