দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ আহত ৩
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/12/road-accident.jpg)
শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকেঃ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের সদর উপজেলার চুনিয়াপাড়া নামক এলাকায়।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল রহিম জানান, ফুলবাড়ী থেকে একটি ট্রাক দিনাজপুর শহরে আসার চুনিয়াপাড়া নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক বাবুল মিয়া (৪৫) নিহত হয়। আহত হয় ট্রাকে থাকা অপর ৩ শ্রমিক।
নিহত ট্রাক চালক বাবুল মিয়া, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ঘাটাশিয়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে। আহত ৩ জনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য চালু নেই