দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দাদপুর গ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে একজন নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় রাস্তা পারাপারের সময় দাদপুর গ্রামের দীনেশ চন্দ্র সরকারের পুত্র পলিন সরকার (৪৫) দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর সকাল ১১টায় মারা যান। এব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়।
মন্তব্য চালু নেই