দিনাজপুরে সরকারি খাদ্যগুদামের গাছের ডাল কর্তন করে বিক্রির পায়তারা

দিনাজপুর জেলার চিরিরবন্দরে রাণীরবন্দর সরকারী খাদ্যগুদামের বাউন্ডারির ভিতরের বড় বড় গাছের ডাল-পালা কর্তন করে বিক্রি ও নিজেদের জ্বালানী হিসাবে ব্যবহার করে আসছে খাদ্যগুদাম কর্মকর্তা/কর্মচারী। শনিবার দুপুর গোপন সংবাদের ভিত্তিতে সরজমিনে গেলে দেখা যায়, ভাড়া করা কয়েক জন কাঠ মিস্ত্রি দ্বারা করাত দিয়ে সকাল থেকে সাড়াদিন ব্যাপি বড় বড় গাছের ডাল কেটে পালা দিয়ে রেখেছে এবং বাজারে বিক্রি করার পায়তাড়া করলে সংবাদ কর্মীদের দেখার পর তা স্থগিত করে রাখে। সংবাদ কর্মীদের প্রশ্নের জবাবে তাড়া বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গাছ রেখে গাছের ডাল পালা কাটার অনুমতি তারা নাকি পেয়েছে। না প্রকাশে অনেচ্ছুক অনেকে জানায় এরা এভাবেই ইতি পূর্বে নতুন খাদ্যগুদান নির্মানের সময় একই কায়দায় বিভিন্ন জাতের বড় বড় গাছ কেটে পালা দিয়ে রাখার কিছুদিন পর আত্মসাৎ করেন খাদ্যগুদাম কর্তৃপক্ষ। এব্যাপারে রাণীরবন্দর খাদ্যগুদাম কর্মকর্তা মাজেদুল ইসলাম (মাজেদ) এর সাথে কথা হলে তিনি বলেন অফিসের উপরে ডালপালা ও পাতা পড়ে ছাঁদ ও দেয়াল নষ্ট হওয়ার কারণে জেলা খাদ্যগুদাম নিয়ন্ত্রক গাছের ডাল কাটার নির্দেশ দিয়েছে এবং তিনি আরো জানান কত রিপোর্ট আছে করেন? তবে ফোনের বক্তব্য কাউন্ট হবে না। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুহেনা মোস্তফা কামাল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

 



মন্তব্য চালু নেই