দিনাজপুরে রাসমেলায় ককটেল বিস্ফোরণ, আহত ৬

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তজীর মন্দিরে রাসমেলায় ককটেল বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।৪ ডিসেম্বর শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেনঃ উমাকান্ত দাস (২৪) কাশীপুর বীরগঞ্জের দিনাজপুর, সাধন (৩৪) কালীগঞ্জ লালমনিরহাট জেলা এবং মোকাদ্দেস (৩৬) বদরগঞ্জ রংপুর।
এবং আহত অপর তিনজন হলেনঃ মিঠু (২৮) নীলফামারী জেলার সৈয়দপুর মুন্সিপাড়ার, লুঙ্গি ব্যবসায়ী জব্বার আলী (৩০) শিবপুর সদর ও সাইদুর (২৬) দশমাইল কাহারুল।
ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মতায়ন করা হয়েছে।
শুক্রবার দিনগত রাত ১টায় কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঐতিহাসিক কান্তজিউ রাশ মেলায় ভোলানাথ যাত্রা প্যান্ডেলে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
কাহারোল থানার ওসি মোঃ আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাশ মেলায় ভোলানাথ যাত্রা প্যান্ডেলের উত্তর কোণে অজ্ঞাত দুর্বৃত্তরা বোম বিস্ফোরণ করার কারনে ৪জন আহত হয়েছে।
বিস্ফোরণের ধরণ সম্পর্কে এই মুহুর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পুলিশ হামলাকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করেছে।
এখন পর্যন্ত নিহতের কোন সংবাদ পাওয়া যায়নি এবং এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।



মন্তব্য চালু নেই