দিনাজপুরে “বি-ডিজিটাল, বিল্ড ডিজিটাল” আলোচনা সভা
“বি-ডিজিটাল, বিল্ড ডিজিটাল” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরলে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
ফরাক্কাবাদ এনআই স্কুল এন্ড কলেজ অডিটোয়ামে শনিবার এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।
কলেজের সভাপতি লায়লা আরজুমান্দ বানু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক্কুজ্জামান চৌধুরী মাইকেল, বিরল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু,কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান সহ অন্যরা।
ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সপ্ত শ্রেণীর ছাত্রী লাইপা আক্তার, স্থানীয় বন্ধু মোহল কল্যাণ সমতির পক্ষে আমজাদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ছাত্র-ছাত্রী, সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুমায়ুন কবীর পলাশ।
মন্তব্য চালু নেই