দিনাজপুরে বাস উল্টে ২৫ যাত্রী আহতঃ দু’ঘন্টা যান চলাচল বন্ধ

দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। দূর্ঘটনা কবলিত বাসটি সড়কে আড়া-আড়িভাবে পড়ে থাকায় এ ঘটনার পর দিনাজপুর-ফুলবাড়ী মহা-সড়কে দু’ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

ঘটনাটি ঘটেছে,আজ শুত্রবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী মহা-সড়কের চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন,গোবিন্দগঞ্জ থেকে এসি শুভ এন্টার প্রাইজের যাত্রীবাহী বাসটি দিনাজপুরে আসার পথে একটি নসিমনকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়।

দূর্ঘটনা কবলিত বাসটি সড়কে আড়া-আড়িভাবে পড়ে থাকায় এ ঘটনার পর দিনাজপুর-ফুলবাড়ী মহা-সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের দু’পাশে আটকা পড়ে অসংখ্য যান বাহন। এতে যাত্রীরা পড়ে মহা-বিপাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি সরিয়ে ফেললে দু’ঘন্টা পর যান চলাচল শুরু হয়।



মন্তব্য চালু নেই