দিনাজপুরে ফেন্সিডিলসহ বিদ্যালয়ের সভাপতি আটক, জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা
দিনাজপুর গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার দুপুর ১২ টায় বিরামপুর পৌর শহরের দেবীপুর গ্রাম থেকে ফেন্সিডিলসহ দেবীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ ফারুক হোসেনকে আটক করেছে।
অপরদিকে, মাদক ব্যবসায় জড়িত থাকায় উপজেলার ২নং কাটলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আতারুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, ওসি রেদোয়ানুর রহিমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিকে ফারুক হোসেনকে নিজ বাড়ি থেকে ১’শ ৪২ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়। ঘটনায় এসআই বজলুর রশিদ বাদী হয়ে বিরামপুর থানায় মামলা দায়ের করেছেন।
অপরদিকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২নং কাটলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আতারুল ইসলাম ওরফে আতা মেম্বারের বিরুদ্ধে বিজিবি ৪০ ব্যাটালিয়নের সদস্য সুবেদার মোঃ হালিম বাদী হয়ে শুক্রবার বিরামপুর থানায় মামলা করেছেন।
সুবেদার মোঃ হালিম উদ্দিন জানান, ইউপি সদস্য একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। তাঁর বিরুদ্ধে মাদক চোরাচালানের একাধিক মামলা রয়েছে। সম্প্রতি ভারত থেকে মাদক আনার সময় বিজিবি ধাওয়া খেয়ে আতারুল ইসলাম ওরফে আতা মেম্বার একটি নাম্বার বিহিন মোটর সাইকেলসহ মাদক রেখে পালিয়ে যায়। পরে বিজিবি মাদকসহ মোটরসাইকেলটি জব্দ করে। পরে আতা মেম্বার মোটরসাইকেলটি তাঁর বলে দাবী করলে শুক্রবার বিজিবি বাদী হয়ে আতা মেম্বারের বিরুদ্ধে মামলা করে।
মন্তব্য চালু নেই