দিনাজপুরে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২৩ নেতা-কর্মী জেল-হাজতে
দিনাজপুরে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২৩ নেতা-কর্মীকে জেল-হাজতে নিয়েছে আদালত।
গত বছরের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের নাশকতা মামলার জামিনের জন্য আজ সোমবার দুপুরে খানসামা আমলি আদালতের ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল বারীর আদালতে আত্মসমর্পণ করে বিএনপি-জামায়াতের ২৩ নেতা-কর্মী ।
আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় আসামি পক্ষে ছিলেন দিনাজপুর আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ইসহাক আলী ও দিনাজপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একরামুল আমিন।
এামলা সুত্রে সংক্ষিপ্ত বিবরণে জানা যায়,গত বছরের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের রাতে খানসামা উপজেলার জয়গঞ্জের ভোটকেন্দ্র দখল, অগ্নিসংযোগ, ব্যালোট বক্স ভাঙচুরের ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন খানসামা থানার এসআই মামুন। দীর্ঘদিন আসামিরা পলাতক থাকার পর আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
মন্তব্য চালু নেই