দিনাজপুরে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৬২ কর্তন উপলক্ষে মাঠ দিবস

দিনাজপুরে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৬২ কর্তন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস।
দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউপি’র রামপুর পীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

আরডিআরএস বাংলাদেশ এর কর্মসূচী ব্যাপস্থাপক তপন কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা আখেরুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রেজা মো.আসাদুজ্জামান,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আরডিআরএস বাংলাদেশ এর কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পাভীন,কৃষি ও পরিবেশ সমন্বয়কারী মামুনুর রশীদ,হারভেষ্ট প্লাশ কর্মকর্তা রুহুল আমিন মন্ডল,কৃষক রফিকুল ইসলাম ও কৃষাণী লতা বেগম।

আরডিআরএস বাংলাদেশ আযোজিত এ মাঠ দিবস অনুষ্ঠানে বক্তরা বলেন, জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৬২ চাষে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন তেমনি এ ধানের চালের ভাত খেয়ে মানুষের বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, বুদ্ধিমত্তা বিকাশসহ শারীরিক বৃদ্ধির নানা প্রক্রিয়া। দেশে খাদ্য নিরাপত্তার অর্জন ও রোগের ঝুকি কমাতে এ ধান বয়ে আনছে সহায়ক ভুমিকা।

আলোচনার আগে অতিথিবৃন্দ সরজমিনে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৬২ এর মাঠ পরিদর্শন ও ধান কর্তন করেন।



মন্তব্য চালু নেই