দিনাজপুরে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

দিনাজপুরের কাহারোলে একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। ২৮ কেজি ওজনের মূর্তিটির মূল্য ২৮ লাখ টাকা।

ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেনের উদ্ধৃতি দিয়ে ই-মেইলে পাঠানো বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শনিবার রাত পৌনে ৮টার দিকে মূর্তিটি বিক্রির জন্য কাহারোলের কাশিপুর এলাকায় অবস্থান করছিল চক্রটি। খবর পেয়ে ব্যাটালিয়নের জেসিও নায়েক সুবেদার কাজী রাকিবুল হাসানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় টহলদলের গাড়ির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরিত্যক্ত অবস্থায় প্রত্নতত্ত সম্পদ কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। মূতিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই