দিনাজপুরে এক যুবককে পিটিয়ে হত্যা !

শাহ্ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকেঃ দিনাজপুর শহরের উপকন্ঠে গণপিটুনিতে মো. সোহেল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে আজ শ্রক্রবার ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ এলাকায়। নিহত সোহেল দিনাজপুর শহরের ৮ নম্বর উপশহর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল রহিম জানান, দিনাজপুর মেডিকেল কলেজের ক্যাম্পাস এলাকায় গভীর রাতে চুরির উদ্যেশে সোহেল রানা নামে এক যুবক প্রবশ করেন। ভোরে সাহরি খাওয়ার সময় তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা চিৎকার করে। এরপর চোর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে ও গণপিঠুনি দেয়। গণপিটুনির একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই নিহত হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহত সোহেলের প্রতিবেশীদের দাবি সোহেল প্রতিবন্ধী। তার পিতাও প্রতিবন্ধী ছিলেন।

এ বিয়য়ে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেনকোতোয়ালি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল রহিম।



মন্তব্য চালু নেই