দিনাজপুরের বিরামপুরে সবচেয়ে বড় ক্রিকেট আসর বিপিএল এর উদ্বোধন

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ক্রিকেট আসর বিরামপুর প্রিমিয়াম ক্রিকেট লীগ (বিপিএল)এর শুভ সুচনা হয়েছে।
২২মে বৃহস্পতিবার দুপুরে বিরামপুর ক্রিকেট কন্টোল বোর্ড এর আয়োজনে বিরামপুর ঐতিহ্যবাহী পাইলট হাইস্কুল মাঠে বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ পারভেজ কবির জমকালো অনুষ্ঠানের মধ্যেদিয়ে বিপিএল এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,বিরামপুর পৌরসভার প্যানেল মেয়র ও বিপিএল এর সভাপতি মোজাফ্ফর রহমান,সাবেক পৌর চেয়ারম্যান আক্কাস আলী,উপজেলা ক্রিড়াসংস্থার সাধারন সম্পাদক এনামুল হক, অধ্যক্ষ ফরহাদ হোসেন,অধ্যক্ষ শিশির কুমার সরকার, সমাজ সেবক মোস্তাফিজুর রহমান আবু, প্রভাষক সেলিম রানা,বিপিএলএর সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংবাদিক মাহমুদুল হক মানিকসহ প্রমুখ।
বিরামপুর প্রিমিয়াম ক্রিকেট লীগ (বিপিএল)এর এটি ২য় আসর। এ আসরে মোট ছয়টি দল অংশ গ্রহন করবে,দলগুলো হলো,বিরামপুর বার্ণস, বিরামপুর উপজেলা লায়ন্স, শান্তিনগর নাইট রাইটার্স,স্কাই ভিশন, পৌর টাইগার ও বিরামপুর ওয়ারিয়র্স।
উদ্বোধনী খেলায় গতবারের চাম্পিয়ন শান্তিনগর নাইট রাইটার্স ও বিরামপুর বার্ণস মুখমুখি হবেন।



মন্তব্য চালু নেই