দিনাজপুরের বিরামপুরে শিশু সুরক্ষায় পিতা-মাতার সচেতনতা বিষয়ক সমাবেশ
মাহমুদুল হক মানিক, দিনাজপুর প্রতিনিধি: বিরামপুর থানা পুলিশ প্রশাসন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি)’র সহযোগিতায় পশ্চিম জয়দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শিশু সুরক্ষায় পিতা-মাতার সচেতনতা বিষয়ক অভিভাবক সমাবেশ হয়েছে।
বিদ্যালয় চত্বরে ৯ জুন সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপির স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন টিম লিডার নরেশ মারান্ডির পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের জিবি সভাপতি কালীপদ মন্ডল।
সমাবেশে প্রধান অতিথি বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম, বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মন্ডল, ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি)’র নির্বাহী পরিচালক মোরশেদ মানিক বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন পশ্চিম জয়দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ।
প্রধান অতিথি মমিনুল ইসলাম বলেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেয়া শাস্তিযোগ্য অপরাধ। শিশু সুরক্ষার জন্যই এ আইন সকলকে মেনে চলতে হবে।
ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ঘোষনা দেন, বাল্য বিয়ে রোধের জন্য কোন প্রকার ভুয়া জন্ম নিবন্ধন ইস্যু করবেন না।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মন্ডল বাল্য বিয়ে রোধ ও শিশু সুরক্ষায় পিতা-মাতার সচেতনার উপর তাগিদ দেন।
ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি)’র নির্বাহী পরিচালক মোরশেদ মানিক জন্ম নিবন্ধন দেয়ার ক্ষেত্রে টিকা কার্ড বা বিদ্যালয়ের জন্ম তারিখকে প্রাধান্য দেয়ার প্রতি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
মন্তব্য চালু নেই