দিনাজপুরের বিরামপুরে মেয়র কাপ ব্যাডমিন্টনের ফাইনাল

বিরামপুর পৌরসভার মেয়র আজাদুল ইসলাম প্রবর্তিত মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার ( ৩ জানুঃ) সন্ধায় পল¬বী মোড়ের আজাদ চত্বরে ফাইনাল খেলায় নূর ট্রেডার্সকে হারিয়ে কন্ট্রোলরুম লালদল বিজয়ী হয়েছে। এ উপলক্ষ্যে বিরামপুর পৌরসভার মেয়র আজাদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টু, জামায়াতের জেলা আমীর আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফ আলী মন্ডল, সম্পাদক কমর সেলিম, ড. অধ্যাপক এনামুল হক, আমজাদ হোসেন, বণিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, মোজাম্মেল হোসেন মন্ডল, ন্যাশনাল ব্যাংক ম্যানেজার রকিব উদ্দিন, পৌর বিএনপি সম্পাদক শফিকুল ইসলাম মামুন, অ্যাড. শিরণ মিয়া প্রমূখ।



মন্তব্য চালু নেই