দিনাজপুরের কিছু খবর

দিনাজপুরের বিরামপুরে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫৭টি মাধ্যমিক ও ১৪১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিন্নাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মনিরুজ্জামান আল মাসউদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেছা, প্রাথমিক শিক্ষা অফিসার সজল সরকার, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন, মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আঃ ওয়াহেদ চৌধুরী প্রমূখ।
বিরামপুরে শীত বস্ত্র বিতরণ
বিরামপুর উপজেলার মুক্তিযোদ্ধা ও শীতার্খ হতদরিদ্রদের মাঝে ৬শ’ কম্বল বিতরণ করা হয়েছে। দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বুধবার শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন।
বিরামপুর মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধাগণের মাঝে কম্বল বিতরণ শেষে আওয়ামীলীগ অফিসে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান মণ্ডল, সেক্রেটারী খায়রুল আলম রাজু, মুক্তিযোদ্ধা কমাণ্ডার লুৎফর রহমান শাহ এবং দলীয় নেতৃবৃন্দ।
বিরামপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিনাজপুরের বিরামপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় বিরামপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের নতুন বাজার দলীয় কার্যালায় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রদলের সভাপতি আব্দুর রব তোতার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সধারণ সম্পাদক জাকির খন্দকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বিরামপুর কলেজ ছাত্র সংসদের ভিপি সৈয়দ গোলাম মোরশেদ সৈকত, কলেজ ছাত্রদলের আহবায়ক রায়হান কবির জনী, সাবেক সহ- সভাপতি শাহ্ আলম মন্ডল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ বিন আশরাফী, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবলু, ছাত্রদল নেতা ইমন, নাদিম, মিলন, আশরাফুল, রেজুয়ান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি কমর সেলিম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মঞ্জুর রশিদ রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার মোল-া, পৌর বিএনপির সহ- সভাপতি ওয়াহেদুজ্জামান জামান, বিএনপি নেতা মঞ্জুর এলাহি রুবেল চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক জুয়েল, যুবদলের নেতা হাবিবুর রহমান হাবিব প্রমূখ। আলোচনা সভা শেষে দোআ- মাহফিল অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই