দিনাজপুরের বিরামপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা
ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রত্যয়ে দিনাজপুর জেলার বিরামপুরে ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনিরুজ্জামান আল মাসউদ এর আয়োজনে বিরামপুর উপজেলা চত্বরে ৫মে সোমবার থেকে এ ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
সোমবার দুপুর ১২টার সময় দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতিয় সংসদ সদস্য শিবলী সাদিক ও বিরামপুর উপজেলা চেয়ারম্যান পাভেজ কবির ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢাকা থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেলায় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, সরকারি বিভিন্ন বিভাগের ই-সেবা, আউটসোর্সিং, ই-কমার্স, শ্রেণি কে মাল্টিমিডিয়া কাস সংক্রান্ত প্রামান্য চিত্র প্রদর্শন হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ টি স্টল স্থাপন করা হয়।
মন্তব্য চালু নেই