দিনাজপুরের বিরামপুরে কর্মসংস্থান হলো ৬২টি হতদরিদ্র পরিবারের

দিনাজপুরের বিরামপুরে মে দিবসে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ৬২টি হতদরিদ্র পরিবারের মাঝে রিক্সা-ভ্যান বিতরণ করেছে।
সংস্থাটির বিরামপুর এডিপির অর্থায়নে পৌরসভা, খাঁনপুর ও জোতবানী ইউনিয়নের ৬২ জন হত দরিদ্র শ্রমিক পরিবারকে আয় বৃদ্ধির মাধ্যমে সাবলম্বী কার্য্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর।
সংস্থার প্রফেসর পাড়াস্থ সাব-সেন্টারে বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল-মাসউদ, ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি)র নির্বাহী পরিচালক মোরশেদ মানিক, সাংবাদিক এস.এম আলমগীর, সংগঠক জাহাঙ্গীর আলম, উপকারভোগি দিলবর হোসেন ও মোজাফফর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপির স্বাস্থ্য প্রকল্প ম্যানেজার লিংকন অধিকারী ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ম্যানেজার তপন মন্ডল।



মন্তব্য চালু নেই