দিনাজপুরের বিরলে কৃতি শিক্ষার্থিদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত
শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকেঃ মান সম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরলে রঘুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০১৫এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থিদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটি আয়োজনে আজ সকালে বিদ্যালয়ের সভাপতি ইরফান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইসুল আলম। মায়েদের পক্ষে বক্তব্য রাখেন হুসনে আরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার প্রত্যুস কুমার চট্রোপাথ্যায়, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, বিরল থানার এস আই নুরুজ্জামান, এটিও মিনহাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।
এসময় মা সমাবেশ ৫ শতাধিক মা, সুধিজন, শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন।
এদিকে কৃতি শিক্ষার্থিদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠানে বিনা মুল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প পরিচালনা করেন, বেষ্ট কেয়ার ডায়াগনেষ্টিক সেন্টার এন্ড হসপিটাল লিঃ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়ানুর আক্তার মৌসুমী।
মন্তব্য চালু নেই