দিনাজপুরের ফুলবাড়ীর বিউটি হত্যা মামলায় একজন গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীর চাঞ্চল্যকর বিউটি বেগম হত্যা মামলায় শুক্রবার রাতে মাজেদুর রহমান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাজেদুর রহমান চলতি এইচএসসি পরীক্ষার্থী এবং উপজেলার উত্তর রঘুনাথপুর ধর্মপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

থানার অফিসার ইনচার্জ-ওসি (তদন্ত) ও বিউটি বেগম হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা এসকে গোলাম মোস্তফা বলেন, গত ২৬ মার্চ সকালে উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামে বসতবাড়ির ভিটা নিয়ে বিরোধের জেরকে কেন্দ্র করে ঐ গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাকের স্ত্রী বিউটি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

হত্যা মামলার প্রধান আসামী হচ্ছে ধৃত মাজেদুর রহমানের বাবা জালাল উদ্দিন। তদন্তে ঐ হত্যাকন্ডের সাথে মাজেদুর রহমানের সংশ্লিষ্টতা থাকার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলায় গত মঙ্গলবার (৬ মে) একই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৫০) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য চালু নেই