দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিসের নাজির ঘুষ নেয়ায় জেল-জরিমানা

ঘুষ গ্রহণের অভিযোগে দিনাজপুরে এক ভূমি কর্মকর্তাকে ২ মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় দিনাজপুরের স্পেশাল জজ গোলাম আহমেদ খলিলুর রহমান এক রায়ে ঘুষ গ্রহণের অভিযোগে নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিসের নাজির (সাময়িক বরখাস্ত) আবু তাহের মন্ডলকে দোষী সাব্যস্ত করে ১ বছর সশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ড এবং অন্য দুর্নীতির মামলায় ১ বছর সশ্রম কারাদন্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। বিচারক আদেশে বলেন, উভয় দন্ডাদেশ একই সঙ্গে কার্যকরী হবে।
ঘুষের জব্দকৃত ২০ হাজার টাকা প্রকৃত মালিক আব্দুস সাত্তারকে ফেরত দেয়ার আদেশ দেয়া হয়েছে।
২০১২ সালের ৮ ফেব্রুয়ারী নবাবগঞ্জ ভূমি অফিসের নাজির আবু তাহের মন্ডল জমি খারিজ করে দেয়ার নাম করে আব্দুস সাত্তারের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করলে দুদকের উপ-পরিচালক আব্দুস গাফ্ফার হাতেনাতে তাকে গ্রেফতার করেন।



মন্তব্য চালু নেই