দিনাজপুরের চিরিরবন্দরে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা
দিনাজপুরের চিরিরবন্দরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে উন্নীতকরন নবনির্মিত ভবন উদ্বোধন এবং কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। ১০ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে স্বাস্থ্য কমপ্লেক্স এর নবনির্মিত ভবন উদ্বোধন পাশাপাশি মন্ত্রী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন। ৪ দিনব্যাপী এ মেলার উদ্বোধন শেষে মন্ত্রী মেলার স্টলগুলি পরিদর্শন করেন।
এসময় দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই