দিনাজপুরের ঘোড়াঘাটে ফেন্সিডিলবাহী প্রাইভেটকারসহ আটক-২

দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ ৮৫০ বোতল ফেন্সিডিলবাহী প্রাইভেটকারসহ ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।
জানা গেছে, রবিবার সকাল ৭ টায় ঘোড়াঘাট থানার এ,এস,আই মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ হিলি থেকে ঢাকায় যাওয়ার পথে দিনাজপুর-ঘোড়াঘাট মহা সড়কের শৌলিয়া নামক স্থানে একটি প্রাইভেট কার নং- ঢাকা মেট্রো-গ-১১-৭৫৪৬ আটক করে। কারটি তল্লাশী করে অভিনব কায়দায় রাখা ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৮৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এসময় কারের চালক শরিয়তপুর জেলার জিরানী উপজেলার হরিয়াসাহা গ্রামের আঃ রহিমের পুত্র মন্টু (৩০) ও ফেন্সিডিলের মালিক মাদারীপুরের শীবচর উপজেলার আলাইপুর গ্রামের এসকান খলিফার পুত্র লুৎফর রহমানকে (৩৫) গ্রেফতার করে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গতকালই তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



মন্তব্য চালু নেই