স্বামী, শ্বশুর ও শ্বাশুরীকে আটক
দিনাজপুরের ঘোড়াঘাটে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা
শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে : দিনাজপুরের ঘোড়াঘাটে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই অভিযোগে ওই গৃহবধুর স্বামী,শ্বশুর ও শ্বাশুরীকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে, ঘোড়াঘাট উপজেলা সদরের কালপুকুর নামক এলাকায়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুজ্জামান চৌথূরী জানায়,শুক্রবার রাত পৌনে ১০টায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ সেলিনা আক্তার (৩২)কে ওই পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় পুলিশ রাতেই নিহত গৃহবধুর স্বামী মন্টু মিয়া (৩৫),শ্বশুর ইসমাইল হোসেন (৫৩) এবং শ্বাশুরী মনোয়ারা বেগম (৫০) আটক করেছে।
সেলিনা আক্তার দু’ সন্তানের জননী।
ময়নাতদন্তের জন্য গৃহবধূ সেলিনা আক্তারের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই