দিনাজপুরের খাসসামায় সাবেক এমপি’র ছেলে ছাত্রলীগ নেতা সুমন ছুরিকাঘাত
শাহ্ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকেঃ দিনাজপুরের খাসসামায় সাবেক এমপি’র ছেলে ছাত্রলীগ নেতা মাহাবুর রহমান সুমনকে এলোপাথারী ছুরিকাঘাত করেছে দূর্বত্তরা। তাকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ১১টায় কাচিনিয়া নতুন ভুমি অফিসের পার্শ্বে এ ঘটনাটি ঘটে। মাহাবুব রহমান সুমনে সাবেক এমপি সাখাওয়াত হোসেনের কনিষ্ঠ ছেলে এবং ৫নং ভাবকি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিলো বলে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ( ওসি) কৃষকুমার জানান।
মন্তব্য চালু নেই