দিনাজপুরের খানসামায় গুনগত প্রাথমিক শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ২৯ নভেম্বর সকাল ১১টায় ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের দিনাজপুর প্রোগ্রাম ইউনিটের সহযোগিতায় গুনগত প্রাথমিক শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা শাহ্, প্যানেল চেয়ারম্যান মকবুল হোসেন, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ্, ইউপি সদস্য ললিত চন্দ্র রায়, মোছাঃ আছিয়া বেগমসহ বিভিন্ন বিদ্যালয় হতে আসা শিক্ষকবৃন্দ ও ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি ও যুব ফোরাম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালা পরিচালনা করেন আঙ্গারপাড়া ইউপির সিনিয়র টেকনিক্যাল অফিসার (শিক্ষা) শরিফুল ইসলাম।
কর্মশালায় প্রাথমিক শিক্ষায় গুণগত মান বৃদ্ধির উপর বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। এলাকার বিভিন্ন গ্রামে ৫৮ শিশু বিকাশ কেন্দ্র সুন্দর বা সুষ্ঠুভাবে পরিচালনায় বিভিন্ন অংশীজনের মনিটরিং সহায়তা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহযোগিতা কামনা করেন।
মন্তব্য চালু নেই