দিনাজপুরের খবর (১/৮/১৪)

## বিরামপুরে পিকনিকের নছিমন উল্টে নিহত-২,আহত-২০
দিনাজপুর জেলা প্রতিনিধি :ঈদের খুশিতে পিকনিক করতে এসে বিরামপুরে নছিমন উল্টে ২ জন নিহত ও ২০ আহত হয়েছে। জানা গেছে, নওগাঁ জেলার ধামইরহাট আনগত কলোনী থেকে শ্যালো চালিত নছিমন নিয়ে পিকনিকের জন্য স্বপ্নপুরী যাওয়ার পথে গতকাল বৃস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় বিরামপুর উপজেলার দূর্গাপুরে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে ধ্ক্কাা লেগে পাশের খাদে ছিটকে পড়ে। এতে পিকনিকের নছিমনের যাত্রী ধামইরহাট আনগত কলোনীর বাবলুর পুত্র রাজু (২৮) ও সোবাহানের পুত্র শাকিল (১২) ঘটনাস্থলেই নিহত হয়।
গুরুত্বর আহত ছালাম (২৫), আশেক (২৪), আক্কাছ আলী (৬০), মামুন (২৬) ও আছর আলীকে (৩০) দিনাজপুর মেডিকেল হাসপাতালে এবং রাশেদ (২৫), মতিয়ার (৩০), আরজুমান (২৫), সুমাইয়া (১৬) ও সাদিয়াকে (৫) বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সকলের বাড়ি ধামইরহাটের আনগত কলোনী।
হাসপাতালের ইউএইচও ডাঃ পরিতোশ চন্দ্র দাসগুপ্ত আহতদের তদারক করেন। বিরামপুর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসআই মফিজুল ইসলাম ঘাতক বাস ও নছিমনকে আটক করে থানা হেফাজতে নিয়েছেন।

## বিরামপুরে সোমবার উদযাপিত হল ঈদ-উল ফিতর
দিনাজপুর জেলা প্রতিনিধি : রমজানের সিয়াম সাধনার পর মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সৌদি আরবের সঙ্গে সমন্ময় রেখে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আজ সোমবার ২৮জুলাই ঈদ-উল ফিতরের নামাজ আয়ড়া মাদ্রাসা মাঠে সকাল নয় টায় অনুষ্ঠিত হয়েছে।
এ নামাজে পাশ্ববতী আয়ড়া,রামকৃষ্ণ পুর, কল্যান পুর, রাধাপুর, চাপড়া,শিবপুর , ভাইগড়,ও হামলাকুড়ি গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
এ সব আগাম ঈদের জামাতে নতুন কাপড় পড়ে নামাজ শেষে মুসল্লিাহ বুকে-বুক,কাঁধে-কাঁধ মিলেয়ে কুশল বিনিময় করেন। শিশুরাও অংশ নেন, এসব জামাতে। বাড়ীতে বাড়িতে চলে সেমাই, পোলাউ খাওয়ার ধুমসহ ঈদের আনন্দ।

## বিরামপুরে পবিত্র ঈদের জামাত
দিনাজপুর জেলা প্রতিনিধি : ইসলাম ধর্মের অন্যতম উৎসব পবিত্র ঈদ-উল ফিতর। পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে শিশু-কিশোর, ছোট-বড়,ধনী-গরীব এক কাতারে শামিল হয়ে ঈদ উৎসব পালন করবে।
বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ সহ পৌর ও উপজেলার সবকটি ঈদগাহ মাঠে ঈদ-উল ফিতরের নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের দিন আবহাওয়া অনুকুলে থাকলে বিরামপুর উপজেলারসব ঈদগাহ মাঠে সকাল নয় টা-থেকে সাড়ে নয়টার মধ্যে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিরামপুর ঈমাম সমিতির সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান।
উপজেলার চরকাই গ্রামে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করবেন হাই কোর্টের মাননীয় বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ।
উপজেলার দোশরা পলাশবাড়ি ঈদগাহ মাঠে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করবেন বিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবির ।
বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯ টায় সবচেয়ে বড় ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে। এখানে নামাজ আদায় করবেন, বিরামপুর পৌর মেয়র মোঃ আজাদুল ইসলাম আজাদ, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এস, এম মনিরুজ্জামান আল-মাসউদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) আব্দুর রাজ্জাকসহ সরকারী, বে-সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ধর্মপ্রাণ মুসলিগণ ঈদের নামাজ আদায় করবেন।
এদিকে, পূর্বজগন্নাথপুর ঈদগাহ মাঠে সকাল নয় টায় ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এখানে নামাজ আদায় করবেন বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লা, সাবেক পৌর মেয়র হোসেন আলী সরকার,জেলা আ’লীগের সহ সভাপতি আলতাফুজ্জামান মিতা, জেলা বিএনপির খাদ্য ও কৃষি বিষয়ক সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা,প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কমর সেলিমসহ সরকারী, বে-সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেত্ববৃন্দ, জনপ্রতিনিধি ও ধর্মপ্রাণ মুসলিমগণ ঈদের নামাজ আদায় করবেন।
আনসার মাঠ প্রাঙ্গণে সকাল নয় টায়,আ’লীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল,সাবেক পৌর চেয়ারম্যান আক্কাস আলীসহ বিভিন্ন পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করবেন।
আহলে হাদিস রেলষ্টেশন ঈদগাহ মাঠে উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ খায়রুল আলম রাজু, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান আবু সহ বিভিন্ন পেশাজীবি মানুষ নামাজ আদায় করবেন।
অপর দিকে, আহলে হাদিস শিমুলতলী আহলে হাদিস ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, শালবাগান আহলে হাদিস ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, শান্তি নগর ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়,ঝাউবন ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায় ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
বিরামপুর উপজেলার অন্যান্য ঈদগাহে প্রায় একই সময়ে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সম্পাদক মোঃ এনায়েত আলী।
বিরামপুর থানার তদন্ত ওসি জানান, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শহরে আমাদের নিয়মিত টহল ও সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য অতিরিক্ত পুলিশ নিযুক্ত রয়েছে।

## বিরামপুরবাসীকে বিশিষ্ট জনদের ঈদের শুভেচ্ছা
দিনাজপুর জেলা প্রতিনিধি :ইসলাম ধর্মের অন্যতম উৎসব পবিত্র ঈদ-উল ফিতর। পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে শিশু-কিশোর, ছোট-বড়,ধনী-গরীব এক কাতারে শামিল হয়ে ঈদ উৎসব পালন করবে।
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা বিরামপুরবাসীকে মিডিয়ার মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিরামপুর উপজেলা আ’লীগ সভাপতি মিজানুর রহমান মন্ডল , সাধারন সম্পাদক খায়রুল আলম রাজু, বিরামপুর উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির ,ভাইস চেয়ারম্যানদ্বয় ,দেলোয়র হোসেন মোল্লা ও জিন্নাতুন নেছা, বিরামপুর পৌর মেয়র ও পৌর বিএনপি সভাপতি আজাদুল ইসলাম আজাদ, প্যানেল মেয়র মোজাফফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনিরুজ্জামান আল-মাসউদ,থানার (ওসি তদন্ত)আব্দুর রাজ্জাক, সাবেক পৌর মেয়র হোসেন আলী সরকার, জেলা আ’লীগের সহ সভাপতি আলতাফুজ্জামান মিতা, জেলা বিএনপির খাদ্য ও কৃষি বিষয়ক সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা,প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রেজু, থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আশরাফ আলী মন্ডল,সহসভাপতি আলহাজ্ব মোজাম্মেল হোসেন মন্ডল, সাধারন সম্পাদক কমর সেলিম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মঞ্জুর রশীদ রতন, পৌর বিএনপির সম্পাদক মিয়া শফিকুল আলম মামুন, জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম,ভারপ্রাপ্ত উপজেলা আমীর আমজাদ হোসেন, পৌর আমীর অধ্যাপক এএসএম ফারুক, বিরামপুর জেলা বাস্তবায়ন আইনজীবী কমিটির সভাপতি এ্যাডঃ মওলা বক্স, দক্ষিণ দিনাজপুর উন্নয়ন ফোরামের সভাপতি প্রফেসর ডাঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক লায়ন মোজাম্মেল হক, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, উত্তরবঙ্গ খনিজ সম্পদ রিপোর্টার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি এ্যাডঃ মোরশেদ মানিক, মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদ বিরামপুর শাখার সম্পাদক মাহমুদুল হক মানিক, মোটর পরিহন শ্রমিক ইউনিয়নের সম্পাদক এমদাদুল হক, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সিভিল সার্জন ডাঃ ইমার উদ্দিন কায়েস, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক আব্দুল মতিন,বিরামপুর ডিগ্রি কলেজের অধক্ষ্য ফরহাদ হোসেন, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, বিরামপুর কেন্দ্রীয় ঈদাগা মাঠের খতিব আব্দুল হাকিম, বিরামপুর ইমাম সমিতির সভাপতি মাওলানা আলহাজ্ব আনিসুর রহমান,সম্পাদক আলহাজ্ব মোকলেছুর রহমান পৃথক পৃথক ভাবে বিরামপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।



মন্তব্য চালু নেই