দিনাজপুরের আওয়ামীলীগ ১৩,বিএনপি ৩ এবং স্বতন্ত্র ৩ জন চেয়ারম্যান নির্বাচিত

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ দিনাজপুরের চিরিরবন্দর ও পার্বতীপুর দু’টি উপজেলার ২০ ইউনিয়নে আওয়ামীলীগের ১৩ জন, বিএনপি’র ৩ এবং স্বতন্ত্র ৩ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পাবর্তীপুরের বেলাইচন্ডী ইউনিয়নের ভোট জালিয়াতির কারণে একটি ভোট গ্রহণ স্থগিত করায় ওই ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

নশরতপুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আলহাজ নুর ইসলাম শাহ্ নুরু।

সাতনালা ইউনিয়নঃ মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একেএম ফজলুর রহমান দুলাল।

ফতেজংপুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে আওয়ামীলীগের নুর মোহাম্মদ লুনার।

ইসবপুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান আবু হায়দার লিটন।

আবদুলপুর ইউনিয়নঃ ধানের শীষ প্রতীকে ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. ময়েনউদ্দিন শাহ্।

অমরপুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হেলাল সরকার।

আউলিয়াপুকুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান হাছিবুল হাসান হাসিম বাবু।

সাঁইতাড়া ইউনিয়নঃ ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান মো. মোকারম হোসেন শাহ্ ।

ভিয়াইল ইউনিয়ঃ নৌকা প্রতীকে আওয়ামী লীগের নরেন্দ্রনাথ রায়।

পুনট্টি ইউনিয়নঃ নৌকা প্রতীকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর-এ-কামাল।

তেঁতুলিয়া ইউনিয়নঃ নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাবু সুনীল কুমার সাহা।

আলোকডিহি ইউনিয়নঃ নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. তারিকুল ইসলাম তারিক।
পার্বতীপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন,

বেলাইচন্ডী ইউনিয়নঃ স্থগিত।

মন্মথপুর ইউনিয়নঃ আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আজগার আলী।

চন্ডিপুর ইউনিয়নঃ আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. এমদাদুল হক।

মোমিনপুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে আওয়ামী লীগের আব্দুল ওহাব মন্ডল।

মোস্তফাপুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে আওয়ামী লীগের ছাবেনুর আলম।

হাবড়া ইউনিয়নঃ নৌকা প্রতীকে আওয়ামী লীগের আনিসুজ্জামান সরকার।

হামিদপুর ইউনিয়নঃ ধানের শীষ প্রতীকে বিএনপি’র মো.ছাদেকুল ইসলাম।

হরিরামপুর ইউনিয়নঃনৌকা প্রতীকে আওয়ামী লীগের মাসুদুর রহমান শাহ।
এ উপজেলায় সীমানা জটিলতার কারণে রামপুর ও পলাশবাড়ী এ দু’টি ইউনিয়নে ভোট স্থগিত করেছে হাইকোর্ট।



মন্তব্য চালু নেই