দিঘার সৈকতে আবার উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ, কে সে?
কিছুদিন আগেই দিঘার ঝাউবনে এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। মাস কয়েক যেতে না যেতেই উদ্ধার হল আরও একটি দেহ। এবার ঘটনাস্থল আবার সি আই বাংলোর পাশেই।
নিউ দিঘায় সি আই বাংলোর থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ঝোপের মধ্যে উদ্ধার হয়েছে এক যুবতীর পচাগলা দেহ। এদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা দেহটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। আপাতত দেহটি ময়না তদন্তের জন্য কাঁথিতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, কেউ খুন করে ওই যুবতীকে ঝোপের ধারে ফেলে গিয়েছিল। বেশ কয়েকদিন ধরেই ওখানে পড়ে রয়েছে তার দেহ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। চেষ্টা চলছে ওই যুবতীর পরিচয় জানার।
এদিন দেহটি দেখতে পাওয়ার পর থেকেই রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সাধারণ মানুষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। উপর্যুপরি এমন দু’টি ঘটনার পরে কতটা নিরাপদে রয়েছে এলাকাবাসী, তা নিয়ে যথেষ্টই সংশয়ে তাঁরা।
মন্তব্য চালু নেই