দায় নিয়ে সরে দাঁড়াচ্ছেন মারুফুল

সাফ ফুটবলের এবারের আসরে ব্যর্থতার সব দায় নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কোচ মারুফুল হক। রোববার কেরালায় অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মারুফুল বলেন, ‘সব দায় আমার। সাফের পর আর দায়িত্ব পালন করবো না। বাফুফে চাইলেও না।’

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে হেরে বিদায় নিশ্চিত হয় মামুনুলদের।

সাফের মাত্র তিন সপ্তাহ আগে দলের দায়িত্ব নেন উয়েফার কোচিং লাইসেন্স প্রাপ্ত মারুফুল।

মাত্র ১৫ দিনের অনুশীলনের পর কেরালার উদ্দেশে দেশ ছাড়ে তার দল। তার আগে নেপালের বিপক্ষে ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচে ১-০ গোলের জয় পায় মারুফুলের ছেলেরা।

মারুফুলের আগে বাংলাদেশ দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন ইতালিয়ান ফ্যাবিও লোপেজ। লোপেজও বেশিদিন দায়িত্ব পালন করতে পারেননি। বিশ্বকাপের বাছাইপর্বে বাজেভাবে হারার কারণে তাকে তড়িঘড়ি করে সরিয়ে দেয়া হয়।

সাফের এই আসরে এখনো একটি ম্যাচ বাদ আছে বাংলাদেশের। ২৮ ডিসেম্বর ভুটানের মুখোমুখি হবে মারুফুলের ছেলেরা। তার আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন দেশের অন্যতম সেরা এই কোচ।



মন্তব্য চালু নেই