দাম কমছে যেসব স্মার্টফোনের
হাতের ফোনটা বেশ কিছুদিন থেকেই সমস্যা করছে। ঠিকমত চার্জ থাকছে না। কথা বলতে বলতে গরম হয়ে উঠছে। এমন অবস্থায় একটা নতুন ফোন না কিনলেই নয়। চলুন কোনো দোকানে যাওয়ার আগে একঝলকে দেখে নেয়া যাক, কোন কোন স্মার্টফোনের দাম কমছে?
১) ভিভো ভি৩- প্রথমে দাম ১৭৯৮০ থাকলেও, এখন অনেকটাই কমে দাম ১৪৯৮০।
২) রিলায়েন্স লাইফের ফ্লেম সিরিজের দাম কমছে প্রায় ১০০০ থেকে ১৩০০ টাকা।
৩) মোটো এক্স- ১৬৯৯৯ থেকে দাম কমে এখন পাবেন ১৬৪৯৯ টাকায়।
৪) মোটো জি থার্ড জেন- পাবেন মাত্র ৯৯৯৯ টাকায়।
৫) জিয়াওমি মি৪- জিয়াওমি সিরিজের এই ফোনটির দাম ১৪৯৯৯ টাকা থেকে কমে এখন ১০৯৯৯ টাকা।
৬) লেনেভো ভাইব এস ওয়ান- ১৫৯৯৯ টাকা থেকে কমে এখন দাম ১২৯৯৯ টাকা।-জিনিউজ
মন্তব্য চালু নেই