দাম্পত্য ধর্ষণের বিরুদ্ধে মেয়েদের সরব হওয়ার আহবান ক্যাটরিনার

বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ বেশিরভাগ সময়ে সিনেমা কিংবা বিজ্ঞাপনেই সরব থাকেন। সামাজিক কার্যক্রমে এতদিন জড়িত না থাকলেও সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে সচেতনতামূলক আলাপে অংশ নিলেন। জানালেন, দাম্পত্য ধর্ষণের বিরুদ্ধে মেয়েদের সরব হওয়া উচিত।

সম্প্রতি মুম্বাইয়ে ইউএনের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন নায়িকা। তার মতে, ভারতে বৈবাহিক ধর্ষণের সংখ্যা দিন দিন বাড়ছে। এক্ষেত্রে শিক্ষিত নারীরাও চুপ করে থাকেন। কারণ, ভারতীয় সমাজ বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে মনে করে না। অভিনেত্রী লিঙ্গবৈষম্য নিয়েও প্রশ্ন তোলেন। পুরুষতান্ত্রিক মানসিকতার কারণেই যে দুর্ভোগ বাড়ছে, সে কথাও বলেন ক্যাটরিনা।

উল্লেখ্য, ‘আইএমসি’ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সঙ্গে ইউএন যৌথভাবে নারী উন্নয়নে অংশীদার হয়ে কাজ করছে। ভারতে ‘উই ইউনিট’ নামে এর যাত্রা শুরু হয়। এই অনুষ্ঠানে অংশ নিয়ে নারীদের সম্পর্কে কথা কলেন ৩৩ বছর বয়সী অভিনেত্রী ক্যাটরিনা। বর্তমানে তিনি রণবীর কাপুরের সঙ্গে অনুরাগ বসু পরিচালিত ‘জাজ্ঞা জাসুস’ ছবির কাজ করছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



মন্তব্য চালু নেই