দামুড়হুদায় জেলেদের পরিচয়পত্র বিতরন কার্যক্রমের উদ্বোধন
শামীম রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় প্রণীত জেলেদের পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা-২আসনের সংসদ সদস্য হাজী আলি আজগার টগর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই পরিচয়পত্র বিতরনের উদ্বোধন করেন।
রোববার সকাল ১১টায় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা ফজলুল হক, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল।
প্রধান অতিথি বলেন, আগে ১হাজার টাকার নিচে ব্যাংকে একাউন্ট খোলা যেতোনা এখন ১০টাকায় একাউন্ট খোলা যাচ্ছে। তিনি আরো বলেন,প্রকৃত জেলেরা যাতে করে আগামিতে জলাশয় ভোগ করতে পারে সে জন্য পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও জলমহলের তীরবর্তী প্রকৃত কার্ডধারীরা অগ্রাধিকার পাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পঃ পঃ কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার শাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৪জন জেলের হাতে পরিচয়পত্র তুলে দেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান বৃক্ষরোপনে দেশ সেরা নির্বাহী অফিসার হওয়ায় তাকে অভিনন্দন জানান। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী অফিসের নাজির হামিদুর রহমান।
মন্তব্য চালু নেই