দাপট দেখিয়ে জিতলো প্রীতির পাঞ্জাব

আইপিএল যেখানে শেষ করেছিলেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে ঠিক সেখান থেকেই শুরু করলেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম ম্যাচেই হোবার্ট হ্যারিকেনস দেখলো ম্যাক্সওয়েল ঝড়। তাই বলিউড তারকা প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবকে জয় পেতেও খুব একটা বেগ পেতে হয়নি। শুরুর ধাক্কা কাটিয়ে পাঞ্জাব ৫ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

দীর্ঘদিন ‘টিম ইন্ডিয়া’র বাইরে থাকা বিরেন্দ্র শেবাগ (০) প্রথম বলেই আউট হয়ে অশনি সংকেতই দিয়েছিলেন। কয়েকবার ক্যাচ তুলে বেঁচে গিয়েও সেটা কাজে লাগাতে পারেননি ঋদ্ধিমান সাহা (১১)। ঠিক এরপরই দলীয় ২৩ রানে কিলার মিলারকে (০) হারিয়ে শঙ্কায় পড়ে যায় পাঞ্জাব। বড় জুটি গড়ে ওঠার আগেই ফেরেন ভোরা (১৮)। এর মাঝেই একদিকে রানের গতিটা ঠিক রাখার কাজ করে যান ম্যাক্সওয়েল। উইকেটের পেছনে টিম পেইনের হাতে ক্যাচ দেওয়ার আগে খেলেন ২৫ বলে চার বাউন্ডারী ও দুই ছক্কায় ৪৩ রানের ইনিংস।

এরপর অধিনায়ক জর্জ বেইলি (২৭ বলে ৩৪) থিসারা পেরেরাকে সঙ্গে নিয়ে পাঞ্জাবের জয় নিয়ে তবেই মাঠ ছাড়েন। যেখানে পেরেরার অবদান ২০ বলে ৩৫। ডুগ বোলিঞ্জার ৩০ রানে নিয়েছেন ২ উইকেট। এর আগে গ্রুপ ‘বি’তে টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাবের আটোসাটো বোলিংয়ে ২০ ওভারে ১৪৪/৪ রানেই থেমে যায় হোবার্টের ইনিংস। বড় স্কোর গড়তে পারেননি কেউই। ব্রিট এবং ওয়েলস দুজনেই ২৮ রান করেছেন। এছাড়া এডেন ব্লিজার্ড ২৭, ডানক ২৬ এবং শোয়েব মালিক করেন ১৪ রান। থিসারা পেরেরা ১৭ রানে ২ উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচসেরাও হয়েছেন।



মন্তব্য চালু নেই