দাদাকে উন্মুক্ত করলেন অমিতাভ
ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকের একটি চিত্রকর্ম স্থাপন করা হয়েছে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায়। বৃহস্পতিবার এই চিত্রকর্মটি সবার জন্যে উন্মুক্ত করেছেন অমিতাভ বচ্চন।
বিভিন্ন দেশের বিশ জন চিত্রশিল্পী মিলে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার এমটিএনএল ভবনের দেয়ালে দাদা সাহেব ফালকের একটি চিত্রকর্ম এঁকেছেন। বৃহস্পতিবার সকালের চিত্রকর্মটি সকলের জন্যে উন্মক্ত করে দেয়া হয়। এ উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপন্থিত থেকে চিত্রকর্মটি উন্মুক্ত করেন অমিতাভ বচ্চন।
চিত্রকর্মটিতে দেখা যায়, দাদা সাহেব ফালকে একটি ফিল্মের রিল ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন।
মন্তব্য চালু নেই