দাঁতের হলদে ভাব দূর করবেন যেভাবে

জেনে নিন কীভাবে দাঁতের হলদে ভাব দূর করবেন-
কলার খোসা
কলার খোসায় রয়েছে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম যা প্রাকৃতিকভাবে ব্লিচ করে দাঁত। কলার খোসা টুকরা করে দাঁতে ঘষে নিন। দূর হবে হলদে ভাব।
আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগারও প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে। এছাড়া দাঁতের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এটি।
নারিকেল তেল
সামান্য নারিকেল তেল ঘষে নিন দাঁতে। দাঁতের হলদে দাগ দূর হবে।
লবণ
লবণ দ্রুত সাদা করে দাঁত। সামান্য লবণ পেস্টের সঙ্গে মিশিয়ে দাঁত ব্রাশ করুন। নিয়মিত করলে দাঁতের হলদে ভাব কমে যাবে।
স্ট্রবেরি
এক টুকরা স্ট্রবেরি দাঁতে ঘষে নিন। ঝকঝকে হবে দাঁত।
বেকিং সোডা
ব্রাশে পেস্ট নিয়ে উপরে সামান্য বেকিং সোডা ছিটিয়ে নিন। নিয়মিত এভাবে ব্রাশ করলে দাঁত হবে উজ্জ্বল।
মন্তব্য চালু নেই