দশ বছরের জেল হতে পারে সালমানের!

বলিউড অভিনেতা সালমান খানের বহুল আলোচিত হিট অ্যান্ড রান মামলার শুনানি আজ একটি আদালতে অনুষ্ঠিত হচ্ছে। দুর্ঘটনায় সময় সালমান চালকের আসনে ছিলেন কিনা সাক্ষীরা আজ তা নিশ্চিত করবেন। সাক্ষীরা যদি আজ সালমানকে শনাক্ত করে তাহলে দাবাং খ্যাত এ তারকার দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

গত শুনানিতে একজন সাক্ষী নিশ্চিত করেছেন বলিউড ড্যাসিং বয় সালমানই সেদিন চালকের আসনে ছিলেন। ২০০২ সালে মুম্বাইয়ের একটি রাস্তার পাশে কয়েকজন ঘুমন্ত মানুষের উপর তার ল্যান্ড ক্রুসার গাড়ি চালিয়ে দিয়েছিলেন এ অভিনেতা। এতে একজন নিহত এবং চারজন আহত হয়। মানুষ হত্যার অভিযোগে দায়েরকৃত এ মামলা দীর্ঘদিন ধরেই চলছে।



মন্তব্য চালু নেই