দশে দশ ইংল্যান্ড
ইউরো ২০১৬ বাছাইপর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। বাছাইপর্বের ১০টি ম্যাচের ১০টিতেই জিতেছে তারা।
সোমবার তারা দুর্বল প্রতিপক্ষ লিথুনিয়ার বিপক্ষেও সহজ জয় তুলে নিয়েছে। তাদের হারিয়েছে ৩-০ গোলে। ইংল্যান্ডের হয়ে গোলের দেখা পেয়েছেন বার্কলে (২৯ মি.) ও চেম্বারলিন (৬২ মি.)। অপর গোলটি হয়েছে আত্মঘাতি। ৩৫ মিনিটে গোলটি করেছেন লিথুনিয়ার আর্লাউসিকস।
এ জয়ের ফলে ১০ ম্যাচ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে ইউরো ২০১৬ এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ইংলিশরা। অবশ্য ইউরোতে খেলা অনেক আগেই নিশ্চিত করেছিল ইংল্যান্ড। এবার তারা শতভাগ জয় তুলে নেওয়ার কৃতিত্ব দেখাল। এ যাত্রায় ওয়েন রুনি ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। দলকে নেতৃত্ব দিয়ে মর্যাদাকর টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের টিকিট পাইয়ে দিয়েছেন তিনি।
এদিকে গ্রুপপর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে স্পেনও। তারা ১-০ গোলে হারিয়েছে ইউক্রেনকে। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মারিও গাসপার। ২২ মিনিটে গোলটি করেন তিনি। এ জয়ের ফলে ১০ ম্যাচের ৯টিতে জিতে ও একটিতে হেরে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফ্রান্স যাত্রার টিকিটি পেয়েছে ভিসেন্তে দেল বক্সের দল।
মন্তব্য চালু নেই