দশম জয়ে ফাইনালে এক পা বার্সার
দুরন্ত ছন্দ অব্যাহত রয়েছে বার্সেলোনার। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা দশম জয় তুলে নিল ন্যু ক্যাম্পের অধিবাসীরা। বুধবার কোপা ডেল রে বা কিংস কাপের প্রথম লেগের সেমিফাইনালে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে নাস্তানাবুদ করে টুর্নামেন্টটির ফাইনালে এক পা দিয়ে রাখলো লুইস এনরিকের শিষ্যরা।
এদিন ঘরের মাঠের মহারণে বার্সার হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্ড পিকে। দুটি গোলে বলের জোগান দিয়েছেন লুইস সুয়ারেস। নিরুত্তাপ থাকার দিনে পেনাল্টি মিস করেছেন বার্সার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। নতুবা আরো বড় ব্যবধানে জিততে পারতো বার্সা।
এই মৌসুমে প্রতিপক্ষকে বারবার ‘চমকে’ দেয়া ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নেমে শুরুতে তেমন সুবিধা করতে পারেনি বার্সা। ইয়েলো সাবমেরিনদের রক্ষণাত্মক রণকৌশলে বারবার মার খাচ্ছিলো ছন্দে থাকার কাতালনদের আক্রমণ। প্রথম আধা ঘণ্টায় গোল না পাওয়ায় ন্যু ক্যাম্পে উপস্থিত ৫৭ হাজার দর্শকও অধৈয্য হয়ে উঠেছিল।
শেষ পর্যন্ত মেসি-সুয়ারেস জুটি এই অচলাবস্থা ভাঙে। খেলার ৪১ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বল পান সুয়ারেস। এরপর দারুণ এক দৌড়ে ভিয়ারিয়ালের ফাইনাল থার্ডে পৌঁছে আগুয়ান মেসিকে বল পাস দেন উরুগুয়ান সেনসেশন। হালকা ফ্লিকে সেই বলটা জালে জড়ান ফুটবলের ক্ষুদে যাদুকর।
কিন্তু বিরতি থেকে ফিরেই স্বাগতিক দর্শকদের চমকে দেন ভিয়ারিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার ট্রিগোরোস। খেলার ৪৮ মিনিটে আগুনে এক শটে স্কোরলাইন ১-১ করেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার। এক্ষেত্রে অবশ্য বার্সা গোলকিপার মার্ক আন্দ্রে টার স্টেজেনের দোষ দেয়া যায়। কেননা বলের লাইনে থাকা সত্ত্বেও ফ্লাইট মিস করেন তিনি।
এক মিনিট বাদে আবারো লিড নেয় বার্সা। আন্দ্রেস ইনিয়েস্তা প্রতিপক্ষের ডি বক্সে সুয়ারেসের সঙ্গে বল দেয়া নেয়া করে স্কোরলাইন ২-১ করেন। ৬৪ মিনিটে ব্যবধান বাড়ান পিকে। মেসির নেয়া কর্নার কিকে মাথা ছুঁইয়ে বার্সাকে তৃতীয় গোল উপহার দেন কয়েকদিন আগে দ্বিতীয়বার বাবা হওয়া পিকে। এরপর খেলার ৭০ মিনিটে পেনাল্টি মিস করেন নেইমার।
মন্তব্য চালু নেই