দলে ঢুকতে ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে রাত কাটাতে হয় নারী ক্রিকেটারদের
দলে জায়গা ধরে রাখার জন্য শুধু ভালো পারফরম্যান্সই যথেষ্ট নয়। নিয়মিত খেলার সুযোগ পেতে ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হয় শ্রীলঙ্কান নারী ক্রিকেটারদের। সম্প্রতি এক তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
অভিযোগটা উঠেছিল গত বছর। দলে সুযোগ পাওয়ার জন্য কর্মকর্তাদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হন বলে অভিযোগ করেছিলেন নারী ক্রিকেটাররা। রাজি না হওয়ায় একজনের দল থেকে বাদ পড়ার অভিযোগও উঠেছিল তখন।
এ নিয়েও তদন্ত করা হয়। তদন্ত শেষে এসব অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। দেশটির শিশুবিষয়ক মন্ত্রী রোজি সেনানায়েকে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা।’
তবে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো প্রকাশ করেনি শ্রীলঙ্কা সরকার। দোষী ব্যক্তিদের শাস্তির ব্যাপারেও পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।
মন্তব্য চালু নেই