মহাসচিব পরিবর্তন প্রসঙ্গে এরশাদ
দলকে সুসংগঠিত করতে বাবলুকে আনা হয়েছে
জাতীয় পার্টির মহাসচিব পদে হঠাৎ পরিবর্তনের ব্যাখ্যা দিলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘হাওলাদার দীর্ঘদিন দলের সঙ্গে ছিল। এখন নতুন মুখ দরকার বলে আমার মনে হয়েছে। তাই বাবলুকে নিয়োগ দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘জনগণের মনের প্রশ্ন দূর করতে ও দলকে সুসংগঠিত করতে নতুন মহাসচিব পদে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে আনা হয়েছে। আর এটা করা হয়েছে পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক।’
শুক্রবার সকালে বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।
জাপা চেয়ারম্যান বলেন, ‘আমি মনে করি সরকার ৫ বছরই ক্ষমতায় থাকবে। তাই পার্টিকে সুসংগঠিত করা প্রয়োজন। আর এজন্য দরকার তরুণ নেতৃত্ব। বাবলু পাশে থাকলে আমরা ভালো করব বলে আমি মনে করি।’
স্ত্রী রওশনের সঙ্গে তার কোনো ধরনের বিরোধ নেই দাবি করে প্রধানমন্ত্রীর এ বিশেষদূত বলেন, ‘জনগণ ও দলীয় নেতা-কর্মীদের অনেকেই মনে করেন আমার এবং রওশনের মধ্যে বিরোধ রয়েছে। নতুন মহাসচিব নিয়োগের ফলে এ ধারণা দূর হবে। এখন সবাই মনে করবেন, আমরা সবাই এক।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই এ বি এম রুহুল আমিন হাওলাদারের জায়গায় প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে পার্টির মহাসচিব করা হয়।
মন্তব্য চালু নেই