দর্শনার্থীদের ভাল শিক্ষা দিল সিংহ! (ভিডিও)

সিংহ সম্পর্কে যে বিশেষণ আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি তা হল হিংস্র। সিংহের সাথে কখনও ফাইজলামি করতে নেই। এরা এতো বেশি বিপদজনক যে সবসময় তাদের থেকে দূরে থাকতে হয়।

বিশ্বের বিভিন্ন দেশে এরকম ব্যবস্থা রয়েছে যে, বাঘ-সিংহ ও অন্যান্য হিংস্র প্রাণীর সামনে যেয়ে তাদের দেখার মত চিরিয়াখানা রয়েছে। এসকল ক্ষেত্রে আফ্রিকা এগিয়ে রয়েছে।

আফ্রিকার এক চিড়িয়াখানায় দর্শনার্থীরা সিংহকে খুব কাছে থেকে দেখতে যায়। তারা সেখানে গাড়িতে করে সিংহের আশেপাশে চলাচল করে। তবে যখন সিংহ ঘুমিয়ে থাকে তখন কোন আওয়াজ করা থেকে কর্তৃপক্ষ নিষেধ করে দিয়েছে। আর গাড়ি থেকে মাথা না বের করার জন্য কঠোরভাবে বলা হয়েছে।

এরপরও কিছু দর্শনার্থী সেই নির্দেশ উপেক্ষা করে সিংহের সামনে যেয়ে মাথা বের করে রেখেছে। তাদের আওয়াজে সিংহ বিরক্ত হয়ে তাদের উপর আক্রমণ করে।

সম্পূর্ণ কাহিনী জানতে এই ভিডিও লিংকে ক্লিক করুন



মন্তব্য চালু নেই