দর্শক মনে ঝড় তুলল শ্রুতির গান (ভিডিওসহ)
ভারতীয় অভিনেত্রীরা আজকাল প্রায়ই শিরোনামে আসছেন নিজেদের সিনেমায় নিজেরাই গান গেয়ে। অভিনেত্রী শ্রুতি হাসানের ক্ষেত্রেও এবার ঠিক তাই ঘটল। ‘তেভার’ সিনেমায় সোনাক্শি সিনহার জন্য তার গাওয়া ‘যোগানিয়া’ গানটি এরমধ্যেই উঠে এসেছে জনপ্রিয়তার শীর্ষে।
মুক্তির এক সপ্তাহের মধ্যেই ইউটিউবে গানটি দেখা হয়েছে দেড় লাখেরও বেশি বার। সিনেমাটির সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, “শ্রুতি এতো সুন্দর করে গানটি গেয়েছেন যে, ওই দৃশ্যে সোনাক্ষি এবং আর্জুনের রসায়ন বোঝানোর জন্য এটি দারুণভাবে কাজ করেছে।” সিনেমার জন্য অবশ্য শ্রুতির গান গাওয়া এই প্রথম নয়। নিজের প্রথম হিন্দি সিনেমা ‘লাক’ -এর জন্য গেয়েছিলেন ‘আজমা’ গানটি। এর আগে গতবছর মুক্তি পাওয়া নিজের সিনেমা ‘ডি-ডে’র জন্য গেয়েছেন ‘আলভিদা’ গানটি।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=-QxYRvmFEkc
মন্তব্য চালু নেই