দম ফাটানো হাসির নতুন শো নিয়ে ফিরছেন কমেডিয়ান কপিল!
জনপ্রিয় কমেডি শো ‘কমেডি নাইটস উইথ কপিল’ শেষ৷ মন খারাপ শো-এর অগণিত ভক্তদের৷ ইতিউতি কপিলের নতুন শো-এর নানা ধরনের খবরও কানে আসছে তারপর থেকেই৷ সম্প্রতি কমেডিয়ান তথা বলিউড অভিনেতা কপিল শর্মা তাঁর গত শো-এর কলাকুশলীদের নিয়ে একটি সেলফি সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করেছেন৷ তাতে দর্শকদের কৌতূহল আরও খানিকটা বেড়ে গিয়েছে৷ অপেক্ষার অবসান৷
এবার সরকারিভাবে জানানো হল, সত্যি সত্যিই নতুন শো নিয়ে ফিরছেন কপিল৷ তবে এবার কালার্স চ্যানেলে নয়৷ কপিলের নতুন শো দেখা যাবে সোনি টিভিতে৷ সোনি ইন্ডিয়ার সিইও এনপি সিং একটি অনলাইন বিনোদন পোর্টালকে জানিয়েছেন, কয়েক মাসের মধ্যেই সোনি টিভি-তে কপিল শর্মাকে দেখা যাবে৷ সূত্রের খবর, মে মাসেই শুরু হবে এই নতুন শো৷ সবকিছু ঠিকঠাক থাকলে শো-এর উদ্বোধনী পর্বে কপিলের সঙ্গে হাসির মঞ্চ মাতাবেন বলিউড বাদশা শাহরুখ খান৷
কিং খানের আপকামিং ছবি ‘ফ্যান’-এর প্রচারের জন্য আসবে তিনি৷ শাহরুখের পাশাপাশি করিনা-অর্জুন, বিরাট কোহলি, সাইনা নেহওয়ালের শো-এ আসার কথা ইতিমধ্যেই পাকা হয়ে গিয়েছে বলে খবর৷ অর্থাৎ আর মাত্র চারেক পর থেকেই ফের দর্শকদের প্রিয় গুথ্থি, দাদি, বুয়ারা আসছেন দম ফাটা হাসি দিয়ে সপ্তাহটা শেষ করতে৷
মন্তব্য চালু নেই