দক্ষ দেখে পক্ষ নিন: শাহরুখ
ভারতে চলছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে দেশটিতে ক্রমেই বাড়ছে উত্তাপ-উত্তেজনা। তবে সব কিছুর পরেও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলে স্থান নিয়েছেন এমন কিছু বিতর্কিত ব্যক্তি যিনি নির্বাচিত হলে সামগ্রিক ক্ষতি হতে পারে দেশের। আর তাই দক্ষ মানুষ দেখেই তার পক্ষ নেয়ার কথা ভোটারদের আরেকবার স্মরণ করিয়ে দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।
শুক্রবার দিল্লিতে কোরিয়ান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহরুখ ভোটারদের এই আহ্বান জানান।
শাহরুখ বলেন, ‘প্রতিটি নাগরিকেরই উচিৎ দেখে শুনে চিন্তা ভাবনা করে তাদের নেতা নির্বাচন করা যিনি ভারতকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলবেন। যেন আমরা প্রত্যেকেই একটি সুখী দেশে বাস করতে পারি।’
উল্লেখ্য, বলিউড তারকাদের মধ্যে থেকেও অনেক অভিনেতা অভিনেত্রী এই লোকসভা নির্বাচনে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম হেমা মালিনি, পরেশ রাওয়াল, শত্রুগ্ন সিনহা, রাখি সাওয়ান্ত প্রমুখ।